শেখা হল একটি পরিবর্তনশীল বিশ্বে ক্রমাগত আপডেট করার প্রক্রিয়া। একজন শিক্ষার্থীর জন্য, স্কুলিং হলো বাইরের বিশ্বের সাথে প্রথম যোগাযোগ এবং এটি একজনের জগতে নিয়ে আসে- আনন্দের অনুভূতি, সুস্থ প্রতিযোগিতার অনুভূতি, সামঞ্জস্য করার এবং ভয়ের সাথে মোকাবিলা করার ক্ষমতা, ভালবাসা ভাগ করে নেওয়া এবং আরও অনেক কিছু। প্রশস্ত খোলা জায়গা, শ্রেণীকক্ষ, মাঠ যা একটি বিদ্যালয় তৈরি করে তা নয় বরং ছাত্র ও কর্মচারীদের হৃদয়ে প্রকৃত প্রতিষ্ঠান বিদ্যমান। আমরা আজকে এমন এক পৃথিবীতে বাস করি যেটা আমরা যে পৃথিবীতে বড় হয়েছি তার থেকে আলাদা কারন পৃথিবী বদলে যাচ্ছে। এই সমস্ত কিছুকে সঙ্গী করে সানরাইজ গ্রামার স্কুল, পাথরঘাটা, চট্টগ্রামে দীর্ঘ ২৪ টি বছর ধরে ছাত্র- ছাত্রীদের জ্ঞান বিলিয়ে আসছে। মেধা বিকাশ ও ষত্ব নেওয়ার ক্ষেত্রে আমাদের আন্তরিকতা সবসময়ই থাকবে। এই দীর্গ সময়ে যে সমস্ত অভিভাবক তাদের সন্তানদেরকে আমাদের দায়িত্বে দিয়েছেন তারা অবশ্যই যানেন সানরাইজ গ্রামার স্কুল কতটা নিশ্চয়তাশীল। আমি রওশন আরা সানরাইজ গ্রামার স্কুলের অধ্যক্ষা হিসেবে সকল অভিভাবক ও শিক্ষার্থীদেরকে সালাম ও অভিনন্দন জানায়। স্বাগতম তাদের যারা আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছেন এবং ভবিষ্যতে হবেন।
হাফসা আক্তার
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সানরাইজ গ্রামার স্কুল (ইউনিট ৪)
শিক্ষাই জাতির মেরুদণ্ড।যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত। উন্নত জাতি হিসেবে পরিচিত হতে চাইলে আমাদেরকে অবশ্যই শিক্ষিত হতে হবে। আর এই শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। সানরাইজ গ্রামার স্কুল – (ইউনিট ৪ ) এমনই একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান,এখানে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান সম্পন্ন হয়। দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকমন্ডলী আন্তরিকতার সাথে পাঠদান করে থাকেন। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো সকল শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা,নৈতিক শিক্ষা এবং ভালো ফলাফলের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে টিকে থাকা। আমাদের বিদ্যালয় থেকে এস. এস. সি তে উত্তম ফলাফল নিয়ে যাতে ভালো কলেজে ভর্তি হতে পারে এটাই আমাদের লক্ষ্য। সম্মানিত অভিভাবকমন্ডলীর কাছে অনুরোধ থাকলো আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার সুযোগটি আমাদেরকে দিন।